আধুনিক ও জনবান্ধব কর ব্যবস্থাপনার মাধ্যমে কর অঞ্চল-সিলেট এর অধিক্ষেত্রাধীন করদাতাগণের নিকট হতে ন্যায়ত প্রযোজ্য কর রাজস্ব আহরণ।
দেশ প্রেমে (patriotism) উদ্বুদ্ধ হয়ে রাজনৈতিক দিক নির্দেশনার আলোকে (political guidance) জনগণের (people) সাথে অংশীদারীত্বের (partnership) মাধ্যমে বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে একটি করদাতা বান্ধব কর প্রশাসনের পরিকল্পনা (planning) বাস্তবায়ন, যাহাতে সকল কর্মকর্তা ও কর্মচারীগণের (people - HRM) সর্বোত্তম কার্যসম্পাদনের (performance) মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রদত্ত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে ফলপ্রসূ ব্যবস্থাপনা (Result oriented management- ROM) এর বাস্তবায়ন সম্ভব হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS