Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

At a Glance

এক নজরে 

সংক্ষিপ্ত পরিচিতিঃ

১৯২২ সালে ভারতীয় উপমহাদেশে কর বিভাগ সৃষ্টির সূচনালগ্নে তৎকালীন আসাম প্রদেশের একটি জেলা হিসেবে সিলেটে একটি কর সার্কেল প্রতিষ্ঠার মাধ্যমে সিলেট কর বিভাগের পথ চলা শুরু। পরবর্তীতে ০১/০৭/১৯৯২ইং তারিখে মোট ৬টি কর সার্কেল নিয়ে কর অঞ্চল-২, চট্টগ্রাম এর আওতাধীনে পরিদর্শী রেঞ্জ-৪, সিলেট গঠিত হয়। সূদীর্ঘ পথ পরিক্রমায় বিগত ০১-১১-২০০১ইং তারিখে সিলেট বিভাগের ভৌগোলিক সীমা নিয়ে ২টা পরিদর্শী রেঞ্জ ও ৯টি সার্কেল নিয়ে কর অঞ্চল-সিলেট গঠিত হয়। ২০১২ এর ১ জানুয়ারী থেকে মাননীয় অর্থমন্ত্রী সিলেট বিভাগের রাজস্ব প্রশাসনের অগ্রগতি এবং সম্ভাবনার কথা ভেবে ১টি পরিদর্শী রেঞ্জ অফিস এবং ৯টি সার্কেল এর কার্যক্রম থেকে সম্প্রসারণ করে ৪টি পরিদর্শী রেঞ্জ ও ২২টি সার্কেল এ রূপান্তরিত করেন। বর্তমানে সিলেট শহরে কর কমিশনারের কার্যালয়, ৪টি পরিদর্শী রেঞ্জ অফিস এবং ১৩টি সার্কেল অফিস রয়েছে। মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলা সদরে ৩টি করে সার্কেল অফিস রয়েছে। কর অঞ্চল-সিলেট সৃষ্টির পর থেকে সম্মানিত করদাতাগণকে যাবতীয় কর সংক্রান্ত সেবা প্রদান করে আসছে এবং প্রতি বছরেই রাজস্ব আহরণ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

অধিক্ষেত্রঃ

সিলেট সিভিল বিভাগের আওতাধীন সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার সকল কোম্পানী ও উহাদের পরিচালকগণের কর মামলা, সকল বৈতনিক কর মামলা, সকল ব্যবসায়ী ও পেশাজীবি করদাতাগণের কর মামলা।

রাজস্ব আদায়ের মূল উৎসঃ

সকল শ্রেণীর করদাতাদের (কোম্পানীজসহ) মামলা নিষ্পত্তি অন্তে দাবীকৃত কর আদায়, ৬৪ ও ৭৪ ধারায় কর আদায়, বৈতনিক করদাতাদের বেতন, ঠিকাদার ও সরবরাহকারী, হাট বাজার নিলাম, সম্পত্তি হস্তান্তর, ইট ভাটা, স্থল বন্দরসমূহ হতে আমদানীকৃত পন্য, সি এন্ড এফ এজেন্ট কমিশন ইত্যাদির ক্ষেত্রে উৎসস্থলে কর্তিত/সংগৃহীত কর হতে আদায়।

 

ঠিকানাঃ

কর ভবন, গাজী বুরহান উদ্দিন রোড, মেন্দিবাগ, সিলেট।