(ক) রাজস্ব আদায়ঃ কর অঞ্চল-সিলেট এর ২০২১-২০২২ অর্থ বছরে বাজেট লক্ষ্যমাত্রা ৮০০ কোটির বিপরীতে আদায় ৮৩৭ কোটি টাকা। বিগত ২০২০-২০২১ অর্থ বছরে বাজেট লক্ষ্যমাত্রা ৭২৫ কোটির বিপরীতে আদায় ৬৮৭ কোটি টাকা, বিগত ২০১৯-২০২০ অর্থ বছরে ১০৮৬.১১ কোটির বিপরীতে আদায় হয়েছে ৫৬৮.০৭ কোটি টাকা এবং ২০১৮-২০১৯ অর্থবছরে ৮৫২.৯৮ কোটির বিপরীতে আদায় হয়েছে ৬২৯.৫৬ কোটি টাকা ।
(খ) নতুন করদাতা বৃদ্ধিঃ কর অঞ্চল-সিলেট এর ২০২১-২০২২ অর্থ বছরে নতুন করদাতা বৃদ্ধি পেয়েছে ৫০,৯৫৩ জন। বিগত ২০১৮-২০১৯, ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ অর্থ বছরে নতুন করদাতা বৃদ্ধি পেয়েছে যথাক্রমে ১৭,৪৬০, ২৫,৮২৬ ও ৩৬,৮২২ জন।
(গ) কোভিড-১৯ পরিস্থিতি এর কারণে ২০২০ ও ২০২১ সালে আয়কর মেলা আয়োজনের পরিবর্তে ৩০শে নভেম্বর পর্যন্ত নির্বিঘ্নে করদাতাগণের রিটার্ন গ্রহণ, টিআইএন প্রদান, কর তথ্যসেবা প্রদান করা হয়েছে। কর অঞ্চল-সিলেট এর তথ্যসেবা কেন্দ্রে করদাতাদের আয়কর রিটার্ন সংক্রান্ত তথ্য প্রদান করা হয়েছে। তাছাড়া উক্ত কেন্দ্রে রিটার্ন ফরম, চালান ফরম, সিটিজেন চার্টার ইত্যাদি সংরক্ষণ, করদাতাদের ই-টিআইএন রেজিষ্ট্রেশন সহ নানাবিধ সেবা প্রদান করা হয়েছে।
(ঘ) বিতর্কিত বকেয়া দাবী হতে বিকল্প বিরোধ নিষ্পত্তির (ADR) ব্যবস্থায় রাজস্ব আদায়।
(ঙ) বিভিন্ন Stakeholder এর সাথে সম্পর্ক উন্নয়ন এবং মত বিনিময় এবং অংশীদারীত্ব বৃদ্ধি ;
(চ) প্রয়োজনীয় উদ্যোগের মাধ্যমে উচ্চ আদালতের পেন্ডিং মামলাসমূহ নিষ্পত্তি ও সংশ্লিষ্ট রাজস্ব আদায় ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস